বাংলাদেশ জিন্দাবাদ, সেবা ঐক্য প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড পর্যায়ের কর্মীসভা–২০২৫ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪ টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে ৫ ও ৭ নং ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আয়োজনে অনুষ্ঠান হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, আল মামুন শাওন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শরীফ আলামিনশুভ, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল পৌর বিএনপি সহ সভাপতি শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপি সহ সভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনগপি সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি মাকসুদুর রহমান রিন্টু ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, মুসা করিম বেনাপোল পৌরযুবদল সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মুফি, বেনাপোল পৌর যুবদল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই কর্মীসভা আগামী দিনের গণতন্ত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।