× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

বেনাপোলে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মৌনমিছিল ও মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসিই পরীক্ষার হলসুপার বজলুর রহমানকে মিথ্যা অপবাদে আটক এবং সর্বোকালের সর্বযুগের  নিকৃষ্ট ও ঘৃনতম কাজটি শিক্ষার্থীদের সামনে থেকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হেঁচড়ে নিয়ে কারাদন্ড দেওয়ার প্রতিাবদে শার্শা উপজেলা শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের অপসারনের প্রতিবাদে  মৌন মিছিল  ও মানব বন্ধন করেছেন ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী ও সাধারণ সম্পাদক ওসমান গণির নেতৃত্বে যশোর- বেনাপোল মহাসড়কের  সড়কের উপর মৌন মিছিল সহকারে মানব বন্ধন করেন উপজেলার ৮’শ ২০ জন শিক্ষক/শিক্ষিকা।

এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন এ মৌন মিছিল ও মানব বন্ধন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইজ্জত আলী বলেন, যতোদিন পর্যন্ত শার্শা উপজেলার বিতর্কিত নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামকে অপসারণ করা না হবে, ততদিন পর্যন্ত শিক্ষক সমিতির এ আন্দোলন চলতে থাকবে।

এছাড়া তিনি আরো বলেন, এ বিষয়ে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচী দেওয়া হবে।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বলেন আমি নিজে হাতে শিক্ষক বজলুর রহমানকে হাতে নাতে শিক্ষার্থীকে বলে দেওয়ার অপারাধে আটক করেছি। এবং তিনি বলেন আমি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু হওয়ার জন্য একটি চিঠি জারি করেছিলাম এবং নকল প্রতিরোধের জন্য ১৪৪ ধারা জারি করেছিলাম সে আদেশ শিক্ষক বজলুর রহমান উপেক্ষা করে শিক্ষার্থীকে বলে দেওয়ার অপরাধে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
নির্ভরযোগ্য একটি সুত্র জানায় আটক শিক্ষকের জামিনের জন্য যশোর আদালতে আপিল করলে তিনি জামিন পান বৃহস্পতিবার বেলা ৩ টার সময়।  তবে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ বলেছেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষমতার অপব্যাবহার করায় তার অপসারন না হওয়ায় পর্যান্ত আন্দোলন কর্মসুচি চলতে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..