যশোরের বেনাপোলে সজীব গাজী (২০ ) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সজীব গাজী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে খড়িডাংগা গ্রামের ছোকর খাল নামক সড়কের পাশে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
নিহতে পিতা শহীদ গাজী জানান, তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি চান। একই দাবি জানিয়েছেন বেনাপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর হেসেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া গলা কাটা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে সংসার চালায়। এজন্য সজীব সারাদিন রাস্তায় ইজিবাইক চালায়।
রাত ১০-১১টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে সজীব বাড়ি ফিরে আসিনি। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। একপর্যায়ে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে বলে জানান ওসি।
এ ক্যটাগরির আরো খবর..