× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষকদের মানব বন্ধন ও মত বিনিময়

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানব বন্ধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে সরকারি কলেজ চত্বরে ওই মানব বন্ধন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মানব বন্ধনে উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, খেজমত আলী, প্রভাষক কাওসার আলী, সাবিনা ইয়াসমিন, রেহেনা পারভিন প্রমুখ মানব বন্ধনে অংশ নেন। মানব বন্ধন শেষে কলেজ শিক্ষকবৃন্দ বেতন বৈষম্য নিরসন কল্পে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..