14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু নির্বাচিত

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬শে জুন ) সকালে নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন এর উপস্থিতিতে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল এর কার্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩শে জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকদের ভোটে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা নির্বাচিত হয়।