13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিসিসিআই কর্মকর্তাদের শাস্তির সুপারিশ

admin
October 5, 2016 11:30 am
Link Copied!

কুসুম কান্তি বিশ্বাস, কোলকাতাঃ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুকে লোধা প্যানেলের সুপারিশের ছিদ্রান্বেষণ করতে পালটা পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করেছিল বিসিসিআই। সেই মার্কণ্ডেয় কাটজু ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে বলেছেন, ‘জাস্টিস লোধার এরপর বোর্ড কর্তাদের সমুচিত শাস্তি দেয়া উচিত।’

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তারা কি ব্ল্যাকমেল করতে চাইছেন বোর্ডের কার্যক্রম নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত লোধা প্যানেলের তিন সাবেক বিচারপতিকে? গত সোমবার ভারতের সিরিজ জয়ের অব্যবহিত পরেই বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়ে দেন, ‘বিসিসিআইয়ের ব্যাংক অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে লোধা প্যানেল। এই অবস্থায় কোনওরকম অর্থকরী লেনদেন না করতে পারলে বোর্ড নিউজিল্যান্ড দলকে কীভাবে প্রাপ্য পেমেন্ট দেবে? তাই ইন্দোরে তৃতীয় টেস্ট আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।’

গতকাল মঙ্গলবার লোধা প্যানেলের পক্ষে সচিব গোপালশঙ্করনারায়ণ একটি পালটা ই-মেল পাঠান বোর্ড প্রেসিডেন্টকে। এই মেলের কপি পাঠানো হয়েছে সচিব অজয় শিরকে, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি, সিইও রাহুল জোহরিকেও। তাতে বলা হয়েছে, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আপনারা আমাদের পাঠানো বক্তব্যের চূড়ান্ত অপব্যাখ্যা করেছেন। আমাদের মূল বয়ানকে বিকৃত করে উপস্থাপিত করেছেন। এদিন ভারতের বিভিন্ন সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে তা দেখে আমরা স্তম্ভিত। কারণ, আপনারা সোমবার বলেছেন, ভারত-নিউজিল্যান্ডের চলতি টেস্ট সিরিজে তৃতীয় ম্যাচটি নাকি অনিশ্চিত হয়ে পড়েছে। আবার জানাচ্ছি, সুপ্রিম কোর্ট নিযুক্ত এই কমিটি বিসিসিআইয়ের কোনও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি। নিয়মিত ক্রিকেট ম্যাচের আয়োজন, রুটিন পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই। যে দু’টি ব্যাংকে বোর্ডের আমানত রয়েছে সেখানেও এই বার্তা পাঠানো হয়েছে।’
বোর্ড কর্তাদের এই ব্ল্যাকমেলিং সম্পর্কে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাস্টিস রাজেন্দ্রমল লোধাও। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্ট নিয়োজিত তিন সদস্যের প্যানেল কখনোই বলেনি যে, এদেশের ক্রিকেটীয় কাজকর্ম বন্ধ থাকুক। সুতরাং, ভারত-নিউজিল্যান্ডের চলতি টেস্ট সিরিজ বন্ধ হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমরা বলিনি, বোর্ড রুটিন পেমেন্ট করতে পারবে না। কেবলমাত্র গত ৩০ সেপ্টেম্বর বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে অনুমোদিত রাজ্য সংস্থাগুলির অনুদান বাড়ানোর সিদ্ধান্ত এখন কার্যকর করা যাবে না বলে জানানো হয়েছে। এরপরও খেলা বন্ধ রাখার প্রসঙ্গ উত্থাপিত করা হল কেন? ই-মেলে পাঠানো আমাদের বক্তব্যকে বিকৃত করে ব্যাখ্যা করেছেন বোর্ড কর্তারা। বোর্ডের কর্মচারীদের বেতন দিতেও কোনো অসুবিধা নেই। বিদেশি দলকে পেমেন্ট করতেও কোনো বাধা নেই।’

তবে সুপ্রিম কোর্ট নিয়োজিত লোধা প্যানেল মঙ্গলবার সবক’টি রাজ্য ক্রিকেট সংস্থাকে ই-মেল বার্তায় জানিয়ে দিয়েছে, আপনাদের ১০-২০ কোটি টাকা বরাদ্দ অনুদান বৃদ্ধির অর্থ এখন কোনওভাবেই খরচ করা যাবে না। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ বাতিল হওয়ায় প্রতিটি রাজ্য সংস্থা যে বাড়তি ২৮ কোটি টাকা পাবে সেটাও ব্যয় করা যাবে না। আপনারা জানেন, আগামী ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি রয়েছে। পরবর্তী নির্দেশ সর্বোচ্চ আদালত না দেওয়া পর্যন্ত কোনওভাবেই ৩০ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। আমরা যে স্ট্যাটাস রিপোর্ট ফাইল করেছি সুপ্রিম কোর্টে তা পড়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। সুতরাং, আপাতত এই ই-মেলে পাঠানো নির্দেশ অমান্য করলে তা আদালত অবমাননার সামিল হবে।’

এদিকে, মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা ইন্দোর টেস্টের জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। ভারত ও নিউজিল্যান্ড দলও বুধবার সাপোর্ট স্টাফ সহ চাটার্ড ফ্লাইটে ইন্দোর উড়ে যাচ্ছে। মঙ্গলবার নিউজিল্যান্ড দলের কিছু ক্রিকেটার অপশনাল প্র্যাকটিস সেরে নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। সেখানেই নিউজিল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার বলেন, ‘ইন্দোর টেস্ট বাতিল হওয়ার কথা সকালেই প্রথম শুনলাম। কিন্তু আমরা এখনও ইন্দোর টেস্টের জন্য ক্রিকেটারদের মনোনিবেশ করতে বলেছি। আশা করি, তৃতীয় টেস্ট আমরা ভালোই খেলব।’

মঙ্গলবার রাতে জানা যায়, বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের আরও একটি বক্তব্য নিয়ে লোধা প্যানেল অসন্তোষ প্রকাশ করেছে। আর সেটি হল, সোমবার অনুরাগ জানিয়েছিলেন, ভারতীয় দলের খেলার পর ১৫দিন গ্যাপ না থাকলে আইপিএল যদি শুরু করা না যায় তাহলে এই প্রতিযোগিতার দশম সংস্করণ বাতিল হতে পারে। অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগামী বছর জুনে নাম প্রত্যাহার করে নেবে ভারতীয় দল। লোধা প্যানেলের ই-মেলে বলা হয়েছে, ‘এই বক্তব্যটিও ভুলে ভরা। কারণ, লোধা প্যানেলের সুপারিশে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি এমনভাবে করতে হবে যাতে আইপিএলের আগে জাতীয় দলের ক্রিকেটাররা যেন অন্তত ১৫দিন বিশ্রাম পায়। সেটাই তো সুস্থ স্বাভাবিক পরামর্শ। এই বক্তব্যকেও বোর্ড বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। তাই লোধা প্যানেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আগামীকাল সকালে গত ৩০ সেপ্টেম্বরের স্পেশাল জেনারেল মিটিংয়ের মিনিটস পেশ করতে নির্দেশ দিচ্ছে।’

গত আগস্টে এক সাংবাদিক সম্মেলনে এই কাটজুই বিসিসিআইয়ের হয়ে রিভিউ পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে তিনি বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অসাংবিধানিক এবং অবৈধ। সংবিধানের প্রদত্ত অধিকার অনুযায়ী জুডিসিয়ারি তাঁর ক্ষমতার অপব্যবহার করতে পারে না। তাই পাঁচ সদস্যের পূর্ণ বেঞ্চ গঠন করে এই রিভিউ পিটিশনের শুনানি নেওয়া হোক।’

http://www.anandalokfoundation.com/