13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের নজির

Rai Kishori
April 5, 2019 11:59 am
Link Copied!

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড করতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজি বেজোস। সাড়ে তিন হাজার কোটি ডলারের বিনিময়ে ডিভোর্সে তারা সম্মত হয়েছেন। খবর বিবিসির।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্স চুক্তি অনুসারে, অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাবেন ম্যাককেনজি। কিন্তু পরিচালনা পর্ষদে তার ভোট দেওয়ার অধিকার পাবেন জেফ। এর আগে অ্যামাজনের ১৬.৩ শতাংশের মালিকানা ছিল জেফের।

এক টুইট বার্তায় ম্যাককেনজি বলেছেন, ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে পেরে তিনি কৃতজ্ঞ। পুরো বিসয়টি একসঙ্গে করতে পেরে খুশি বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ফক্স টিভির সাবেক উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেজস জেফ।

এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক উয়াইল্ডেন্সটেইন ও তার স্ত্রী জোসেলিন উয়াইল্ডেন্সটেইনের। ১৯৯৯ সালে ৩৮০ কোটি ডলারের (বর্তমান সময়ে যার মূল্য ৫৭০ কোটি ডলার) বিনিময়ে তাদের ডিভোর্স হয়।

http://www.anandalokfoundation.com/