× Banner
সর্বশেষ
ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

পিআইডি

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে -ধর্ম সচিব

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষার মান নিশ্চিত করতে হবে

শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বলেছেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক।

আজ সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম সচিব বলেন, শিশুদেরকে যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তারা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। একারণে শিক্ষার ক্ষেত্রে কোনরূপ অবহেলা করা যাবে না। তিনি প্রকল্প সংশ্লিষ্ট ১কর্মকর্তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

ধর্ম সচিব আরো বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরভিত্তিক, বৌদ্ধদের জন্য প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান। এসকল কার্যক্রমের ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে উঠবে।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি অন্যতম কাজ। এবছর হজ ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হয়েছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত ও নিরাপদ করা সম্ভব। সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে এসভায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম,  সচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সভায় ইসলামিক মিশন সেন্টারের চিকিৎসক, মডেল মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ধর্ম সচিব জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া, মাদারগঞ্জ উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় পরিচালিত পশ্চিম তারতাপাড়া মমতাজ মাওলানা জামে মসজিদ কেন্দ্র পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..