13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিলুপ্ত ছিটমহলের ২৬৭ জন ভারত যাচ্ছেন আজ

admin
November 23, 2015 2:43 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় এবং লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের ২৬৭ জন আজ ভারত যাচ্ছেন। ছিটমহল বিলুপ্তির আগে দু’দেশের যৌথ সমীক্ষায় নাম হালনাগাদকরণে ভারত যেতে ইচ্ছুকরাই, সে দেশের নাগরিক হিসেবে আজ সীমান্ত পার হবেন।

আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নীলফমারীর চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত দু’টি ছিটমহলের ২৮ টি পরিবারের ১৪৭ জনের ভারতে যাওয়ার কথা রয়েছে। তারা সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ি ছিটমহলের বাসিন্দা ছিলেন। সকালে ভারতীয় হাইকমিশনের সদস্যদের কাছে এ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন পঞ্চগড় জেলা প্রশাসন।

এদিকে, আজ লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ৪টি ছিটমহলের ১৩০ জন ভারতে যাবেন। দুপুরে বুড়িমারী চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার কথা রয়েছে তাদের।

http://www.anandalokfoundation.com/