আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ কোন প্রকার সহিংসতা ছাড়াই শেষ হয়েছে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনী এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন।
নির্বাচনে বেসরকারীভাবে প্রাপ্ত ভোটের ফলাফলে মহাজোট আওয়ামীলীগের প্রার্থী আনোয়ারুল আজিম আনার নৌকা প্রতিকে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট (বিএনপি) ধানের শীষ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯ হাজার ৫০৬ ভোট। বিজয়ী প্রার্থী আনার ২ লাখ ১৬ হাজার ৪৫৯ ভোট বেশি পেয়ে ২য় বারের মত বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র হল ১২৬ টি। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার সকাল ৮ টা থেকে উৎসবমূখর পরিবেশে কোন বিরতি ছাড়াই একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলে।