× Banner
সর্বশেষ
যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২ পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার

বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি প্রত্যাহার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নিরাপত্তার অজুহাতে এবার নির্মাণাধীন তিন বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি কর্মীকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এসব বিদেশির মধ্যে স্পেন, বুলগেরিয়া, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তারা স্পেনের আইসোলাক্স কোম্পানির অধীনে কাজ করতেন। দুই বিদেশি হত্যাকান্ডের পর আইএস’র দায় স্বীকারের কারণে আইসোলাক্স তাদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়ে প্রতিষ্ঠানটি বিদেশিদের প্রত্যাহারের কথা জানায়। সেই পরিপ্রেক্ষিতে গত দুই দিনে এই ৪১ বিদেশিকে প্রকল্প এলকা থেকে প্রত্যাহার করে নিয়েছে। চিঠিতে আইসোলাক্সের কর্মকর্তা গার্সিয়ার স্বাক্ষর রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়েছেন। জানা গেছে, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) নির্মিতব্য সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) ৩৩৫ মেগাওয়াটের কেন্দ্র থেকে ৩৮ জন, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা ১৫০ মেগাওয়াট প্রকল্প একজন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর বিবিয়ানা (হবিগঞ্জ) ৪০০ মেগাওয়াটের প্রকল্প থেকে দুই জনকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইজিসিবির পক্ষ থেকে ফোনে বলা হয়, বিদেশিদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছে নিয়োগদাতা প্রতিষ্ঠান আইসোলাক্স। প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তারা কাজে যোগ দেবে বলে ইজিসিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..