14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিষিক্তের পরেই তৃণমূলে ঝড়

ডেস্ক
July 4, 2025 1:35 pm
Link Copied!

পশ্চিম বঙ্গের বিজেপি সভাপতি পদে অভিষিক্ত হয়েই তৃণমূলকে সাফ করার শপথ নিলেন শমীক ভট্টাচার্য। এর মাঝেই বড়সড় ঝড় উঠে গেল শাসক দলে। দল ছাড়ার হুমকি দিয়ে বসলেন খোদ রাজ্যের মন্ত্রী। নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা প্রদর্শন করা হয় তাঁকে। হামলা হয় গাড়িতেও। সব মিলিয়ে দলের অন্দরেই ডামাডোল সৃষ্টি হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা দেখানো হল রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এমনকি তাঁর গাড়িতেও চলে ভাঙচুর। ঠিক কী হয়েছে ঘটনাটি?

জানা যাচ্ছে, আগামী ২১ শে জুলাইয়ের জন্য বৃহস্পতিবার মন্তেশ্বরের মালডাঙ্গায় ডাকা হয়েছিল প্রস্তুতি সভা। সেখানে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়েন এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। তাঁর কনভয় আটকে দেখানো হয় কালো পতাকা, ঝাঁটা! ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। মন্ত্রীকে উদ্দেশ্য করে উড়ে আসে ‘চিটিংবাজ’ কটাক্ষও।

এরপরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। হামলা চালানো হয় মন্ত্রীর গাড়িতেও। তাঁর গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। এমনকি তাঁর সঙ্গে থাকা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য আজিজুর হকের গাড়ি এবং আরো দুটি গাড়িতে চলে ভাঙচুর। পুরো ঘটনাটাই ঘটে পুলিশের সামনে। কিন্তু হঠাৎ মন্ত্রীকে ঘিরে এমন বিক্ষোভ কেন?

স্থানীয়দের অভিযোগ, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে বিগত চার বছরে আর দেখা সাক্ষাৎ মেলেনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। শুধু ভোটের সময়েই তিনি এলাকায় আসেন বলে অভিযোগ করে এলাকার দুরবস্থায কথাও তুলে ধরেন তারা।

স্থানীয়দের অভিযোগ, মন্তেশ্বরের মালডাঙ্গা সহ আশপাশের এলাকায় রাস্তা থেকে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্যে রয়েছে অব্যবস্থা।

এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাবি, তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি এই ঘটনার জন্য মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আহম্মদ হোসেন শেখকে দায়ী করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।

এদিন বিকেলে জেলা পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানাতে যান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। সেখান থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তিনি এও অভিযোগ করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেন শেখের নেতৃত্বেই হামলা চালানো হয় তাঁর উপরে। পাশাপাশি তিনি বলেন, সবটাই তিনি দলের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এর কোনো ব্যবস্থা নেওয়া না হলে দল ছাড়ার হুমকিও দিয়ে রেখেছেন মন্ত্রী।

http://www.anandalokfoundation.com/