× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

বিচারাধীন মামলা কার্যক্রমের গতি বাড়ায় দুশ্চিন্তায় বিএনপি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ২১ হাজার মামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে ওসব বিচারাধীন মামলা কার্যক্রমে গতি বাড়ানোতে দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। তারমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় ১৫৮ জন নেতার বিরুদ্ধেই রয়েছে ৪ হাজার ৩৩১টি মামলা।

বিএনপি সংশ্লিষ্টদের আশঙ্কা- বিচারাধীন মামলাগুলোতে সাজা দিয়ে দলের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ নেতাদের আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য করা হতে পারে। বিএনপি সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে করা মামলাগুলোকে আগামী নির্বাচনে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইতিমধ্যে অনেক মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে বিচারাধীন মামলার কার্যক্রমের গতিও। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় দফতর সারাদেশে দলের নেতা-কর্মীদের মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করে। আর বিএনপির দফতরের হিসাব অনুযায়ী চলতি বছরের ২ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয়সহ সারাদেশে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২১ হাজার ৬৮০টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৭৮ জন। তারমধ্যে খালেদা জিয়াসহ কেন্দ্রীয় ১৫৮ জন নেতার বিরুদ্ধে আছে ৪ হাজার ৩৩১টি মামলা। আর দলের স্থায়ী কমিটির ১২ জন সদস্যের বিরুদ্ধেই আছে ২৮৮টি মামলা। তাছাড়া সারাদেশে গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন ১৭ হাজার ৮৮৫ জন নেতাকর্মী। অবশ্য গত ১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে আরো ১৪১টি মামলা হয়েছে।

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আছে ৮৬টি মামলা। আর দলের ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রয়েছে ১০১টি মামলা। তবে সবচেয়ে বেশিসংখ্যক ১৩০টি মামলা হয়েছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে। তারমধ্যে ৭৮টিতে ইতিমধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে। তাছাড়া বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে ৮৮টি, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বিরুদ্ধে ১২২টি মামলা হয়েছে। এদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি নিয়ে দেশের বাইরে চিকিৎসা নিয়ে ফিরেও এসেছেন।

রাজিব আহসান কারাগারে, আর হাবিব-উন নবী ও ইসহাক সরকার গা ঢাকা দিয়ে আছেন। তবে মোয়াজ্জেম হোসেন সম্প্রি জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা স্থায়ী কমিটির সদস্য হচ্ছেন ১৯ জন। তার মধ্যে ১২ নেতার বিরুদ্ধে ২৮৮ মামলা হয়েছে। তার মধ্যে একজন সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত। বাকি ১৮ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা আছে ২৮৮টি। আর ৯৭টির মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে।

বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেই দুর্নীতি ও নাশকতার অভিযোগে ১৯টি মামলা রয়েছে। এর ৯টিতে অভিযোগপত্র দেয়া হয়েছে এবং জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। আর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১ মামলার ১১টিতে এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ৮৬ মামলার ২৪টিতে অভিযোগপত্র দেয়া হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪৩টি মামলা, এমকে আনোয়ার ৩০টি, গয়েশ্বর চন্দ্র রায় ২১, রফিকুল ইসলাম মিয়া ১৯, তরিকুল ইসলাম ১২টি (সর্বশেষ মামলা ৬ অক্টোবর), আ স ম হান্নান শাহ ১০টি, মওদুদ আহমদ ৯টি আর খন্দকার মোশাররফ হোসেন ৬টি ফৌজদারি মামলার আসামি। নজরুল ইসলাম খানের বিরুদ্ধে দুটি মানহানির মামলা আছে।

সূত্র আরো জানায়, বর্তমান সরকারের আমলে মামলামুক্ত বিএনপির স্থায়ী কমিটির ৬ জন সদস্য হলেন আর এ গণি, এম শামসুল ইসলাম, সারোয়ারি রহমান, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান ও মাহবুবুর রহমান। এর মধ্যে প্রথম তিনজন দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৩৫। এর মধ্যে ৮-১০ জন সক্রিয় আছেন। তবে ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছে। যার ৩১টিতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ১৩টি, সাবেক সভাপতি জয়নাল আবেদীন ৫টি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ৩টি মামলার আসামি। তাছাড়া ইকবাল হাসান মাহমুদ ৩৭টি, এজেডএ জাহিদ হোসেন ১৫টি, আবদুল আউয়াল মিন্টু ১২টি, শামসুজ্জামান দুদু ১১টি, শওকত মাহমুদ ৮টি, শাহজাহান ওমর ৮টি, আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩টি, এম আকবর আলী ৭টি এবং জহুরুল ইসলাম ২টি মামলার আসামি। আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টিসহ ৮ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে ১৩১টি। তার মধ্যে ৪৩টি মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। তাদের মধ্যে সাদেক হোসেন খোকার ৪২টি, আবদুল্লাহ আল নোমানের ১৩টি, সেলিমা রহমানের ১১টি, শমসের মবিন চৌধুরীর ৫টি, আলতাফ হোসেন চৌধুরীর ৭টি, শাহ মোয়াজ্জেম হোসেনের ১৮টি এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪টি মামলা দেয়া হয়। আর বিএনপির ৭ জন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিবের সবাই মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলার সংখ্যা ২৫৪। তার মধ্যে ১১৩টিতে অভিযোগপত্র দেয়া হয়েছে।

যুগ্ম মহাসচিবের মধ্যে আমানউল্লাহ আমানের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ১২৬টি মামলা হয়েছে। তার মধ্যে ৫৮টিতে অভিযোগপত্র দেয়া হয়েছে। তাছাড়া বরকতউল্লা বুলুর ৫১টি মামলার ২৬টিতে, রুহুল কবির রিজভীর ৩৫টি মামলার ১১টিতে, সালাহউদ্দিন আহমেদের ১৭টি মামলার ৫টিতে, মিজানুর রহমান মিনুর ১৩টি মামলার ৭টিতে, মো. শাহজাহানের ৭টি মামলার ৩টিতে ও মাহবুব উদ্দিন খোকনের ৫ মামলার ৩টিতে অভিযোগপত্র দেয়া হয়েছে। আমান ও রিজভী বর্তমানে কারাগারে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ৫২টি, প্রেস সেক্রেটারি মারুফ কামাল খানের বিরুদ্ধে ৪৩টি এবং মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদারের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। প্রথম দুজনের ২৬টি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। এদিকে দেশের চারটির সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধেও ৩৮ মামলা হয়েছে। তার মধ্যে ১৯টি মামলাতে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন ১৩টি, গাজীপুরের মেয়র আবদুল মান্নান ১১টি, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ৯টি, বরিশালের মেয়র আহসান হাবিব কামাল ৫টি মামলার আসামি। আরিফুল হক ও আবদুল মান্নান কারাগারে। আর মোসাদ্দেক হোসেন আত্মগোপনে আছেন। তাছাড়া সহিংসতা ও নাশকতার মামলায় জড়িয়ে দল-সমর্থিত ২৮ জন উপজেলা চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করেছে। এর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে।

পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটিসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ৩২৭ জন। এর মধ্যে ১৫৮ জন ৪ হাজার ৩৩১টি মামলার আসামি। ১৯ জন গুরুত্বপূর্ণ নেতা ৬৫১টি মামলার আসামি। ২৯৮টিতে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। তার মধ্যে জয়নুল আবেদীন ফারুকের বিরুদ্ধে ৩১টি, সুলতান সালাউদ্দিন টুকু ১০১টি, নাজিম উদ্দিন আলম ১৭টি, খায়রুল কবির খোকন ১০টি, ফজলুল হক মিলন ১২টি, নবী উল্লাহ নবী ৮৩টি, রুহুল কুদ্দুছ তালুকদার দুলু ৮৭টি, মীর শরফত আলী ৮৭টি, নাদিম মোস্তফা ১৭টি, শহীদ উদ্দীন চৌধুরী ৮৭টি, আজিজুল বারী ৩৭টি, সৈয়দ মেহেদি আহমেদ ৮টি, সানাউল্লাহ মিয়া ৮টি, শিরিন সুলতানা ১৭টি, শফিউল বারি ১৫টি, আসিফা আশরাফী পাপিয়া ১১টি, তৈমুর আলম খন্দকার ৪টি, নজরুল ইসলাম (মঞ্জু) ৬টি ও বেলাল আহমেদ ৬টি মামলার আসামি। আর ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া (জুয়েল) ২৭টি, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ ৪৩টি, বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসান ১০ মামলার আসামি।

এদিকে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ওসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় নেতাদের মামলা পর্যালোচনা করে তিনি বলেন, সরকার মনে করছে নেতাদের সাজা দিয়ে দেবেন। তাঁরা নির্বাচনে অযোগ্য হবেন। এরপর নির্বিঘেœ নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় বসবেন। এগুলো দুঃস্বপ্ন। তবে এর বিপরীতে আইনমন্ত্রী বলেন, দেশে তিন মাস ধরে যে তান্ডব হয়েছে, সেটা তো সত্য। ফলে ওসব মামলার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা প্রসঙ্গে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, মামলার নথিপত্র সংগ্রহে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে মামলার তথ্য-উপাত্ত সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ও পাবনা বিএনপির নেতা সালাহ উদ্দিন খান। তবে কেন্দ্রীয় নেতাদের দেড় থেকে দু’শ’ মামলা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলের। বাকিগুলো আওয়ামী লীগ সরকারের বিগত এবং বর্তমান আমলে করা। এগুলোর বেশির ভাগই ২০১৩, ২০১৪ ও চলতি বছরের।

অন্যদিকে বিএনপির বিরুদ্ধে ব্যাপক হারে মামলা দায়েরের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এবছরের ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সারাদেশে যে তান্ডব চালিয়েছেন, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছেন, তার জন্য সব জায়গায় মামলা হয়েছে। এর সাথে যারা জড়িত এবং যারা হুকুম দিয়েছেন, তাদের বিরুদ্ধে অপরাধের ধারা অনুযায়ী এখন বিচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..