13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিচারব্যবস্থা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে

admin
September 19, 2015 8:58 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বর্তমান সরকার বিচারব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। বিচারের নামে দীর্ঘসূত্রতা বিচার না পাওয়ারই শামিল।  এই জন্য সরকার বিচার ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে একে আধুনিকায়ন করতে চাচ্ছে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে যশোরে স্থাপিত হয়েছে দেশের বিচার ব্যবস্থায় প্রথম তথ্য সেবাকেন্দ্র।একইসঙ্গে যশোর জজকোর্ট চত্বরকে ওয়াইফাই জোনে পরিণত করা হয়েছে। পর্যায়ক্রমে কোর্ট এলাকাকে পেপারলেস অফিসে পরিণত করা হবে বলে তিনি মতামত প্রকাশ করেন।

শনিবার দুপুরের যশোর জজকোর্টের কনফারেন্স রুমে বিচার প্রদান ও গ্রহণকারী এবং আইনের সহায়তাকারী বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদেও সাথে মতবিনিমিয়কালে আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের সচিব এএসএসএম জহিরুল হক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আইন মন্ত্রণালয়ের উপসচিব বিকাশ চন্দ্র সাহা, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, খুলনার  জেলা জজ মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জিপি সোহেল  সোহেল শামীম, বারের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস প্রমুখ বক্তৃতা করেন। এর আগে প্রধান অতিথি যশোর জজকোর্ট চত্বরে  তথ্যকেন্দ্র এবং ওয়াইফাই জোন কার্যক্রম উদ্বোধন করেন।

http://www.anandalokfoundation.com/