13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি বিদেশিদের আস্থা ফেরাতে পৌর নির্বাচন করছে

admin
December 18, 2015 11:42 am
Link Copied!

স্টাফ রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, পৌর নির্বাচনে না গেলে শাসকগোষ্টীর প্রচারণায় বিদেশিরাও বিএনপিকে জঙ্গি সংগঠন বলে বিশ্বাস করবে।

বৃহস্পতিবার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শাসকগোষ্ঠী সারাক্ষণ চিৎকার করছে বিএনপি একটি সন্ত্রাসীর দল। বিএনপি একটি জঙ্গিদল।’

পৌর নির্বাচনের বিষয়ে বিএনপির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘না হলে বলা হবে বিএনপি জঙ্গি সন্ত্রাসী দল, নির্বাচনেও গেলো না। মজার ব্যাপার হচ্ছে যে, বিদেশিরাও এগুলো বিশ্বাস করে নেবে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে দেয়া হচ্ছে। এই দলীয় প্রতীকে নির্বাচন দেয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই। ধানের শীষের মতো জনপ্রিয় একটি প্রতীককে পরাজিত দেখাতে পারলে সুবিধা পাওয়া যাবে।’

মির্জা ফখরুল বলেন,  ‘তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি। কেন নির্বাচনে নেমেছি? আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। আমরা সুষ্ঠু স্বাধীন নির্বাচন চাই। মানুষের অধিকারগুলোকে রক্ষা করতে চাই। এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের সব ব্যবস্থাগুলোর সুযোগ নিতে হবে। আমাদের রাজনীতির কথা সেখানে বলতে হবে। জনগণকে বলতে হবে। আমি সেই জন্য অনুরোধ করবো, পৌর নির্বাচনের ব্যাপারটি আপনারা অবশ্যই ইতিবাচকভাবে নেবেন। এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে জোরদার করতে সক্ষম হবো।’

বিএনপির মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিলো জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি সরকারের সময়ে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিলো। আপনারা বলতে পারবেন না এইভাবে কোনো সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। এ ধরনের ঘটনা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে গণতান্ত্রিক শক্তির ঐক্য খুব বেশি জরুরি।  কারো দ্বিধা থাকার কথা নয় যে, বাংলাদেশে এখন ফ্যাসিবাদী শাসন চলছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতন্ত্র ধ্বংস করার জন্য সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

http://www.anandalokfoundation.com/