বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সাবেক সচিব বিজন কান্তি সরকার এর একমাত্র মেয়ে শ্রাবণী সরকার রিতু(৪০) মৃত্যু(ওঁ দিব্যান লোকান সা গচ্ছতু) বরণ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রাবণী সরকার রিতুর মৃত্যুতে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সকল আনুষ্ঠানিকতা শেষে হাসপাতাল থেকে তার মৃত দেহ বর্তমানে উত্তরার বাসায় নেয়া হয়েছে। এরপর গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটে নেওয়া হবে এবং স্থানীয় শ্মশানে শেষকৃত্য করা হবে ।
এদিকে বিজন কান্তি সরকার-এর একমাত্র মেয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়ে বলেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।