× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

মাদারীপুর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে সবখানেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে -খোকন তালুকদার

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
মানুষ শান্তিতে ঘুমাতে পারবে

গত ১৭ বছরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারিনি উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশে গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

আজ বুধবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে সমাজে ধনী-গরিবের কোন বৈষম্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তাহলে তারা জনগনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও ধরে নেয়া হবে। দিনের ভোট, রাতে নয় ও একজনের ব্যালট আরেকজনে কেড়ে নিবে এমন পরিস্থিতি জনগন দেখতে চায় না। দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই ফিরে আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাসার ও কালকিনি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রথমে ভুরঘাটা বাস টার্মিটালে জড়ো হয়। পরে সেখানে সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, উপজেলা ছাত্রদলে আহবায় নজরুল ইসলাম ও সদস্য সচিব সাইফুল মুন্সসহ আরও অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..