× Banner
সর্বশেষ

মাদারীপুর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি ক্ষমতায় আসলে

বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে কারণ বিএনপি’ই বোঝে নির্যাতিত নিপীড়িত মানুষের অন্তর্দহন”।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

তিনি আরোও বলেন, ফেব্রুয়ারিতে যথাসময় নির্বাচন না হলে গনতন্ত্রের পরিবেশ বিলিন হয়ে যাবে। তখন শান্তিপূর্ন পরিবেশ আর থাকবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলন বিফলে যাবে। আমরা চাই নির্বাচন নিয়ে কোন প্রকার কালক্ষেপনের চেষ্টা না করে সঠিক সময় নির্বাচন দিন।

তাহলে দেশের জনগনের মন রক্ষা হবে। তিনি আরোও বলেন, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এদেশের গরীব দুঃখী ও  মেহমনি মানুষের সাথে থাকবেন এবং আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবেন। আমরা বিগত ১৭ বছর আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা চাই বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তারা বিএনপিকে ভোট দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ।

এসময় ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল লতিফ হাওলাদাের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এবং কালকিনি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  মোঃ কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার, উপজেলা যুবদল নেতা শামীম হোসেন মোল্লা, সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন, যুবনেতা কাওসার হোসেন নান্না, সাবেক ছাত্র নেতা এইচ.এম তুহিনসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..