14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিএনপি’র সাংসদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Brinda Chowdhury
January 12, 2020 2:47 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার শেরপুরে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যেগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা ও শহর বিএনপির আয়োজনে খন্দকারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে ৩শতাধিক শ্রমজীবি গরীব অসহায়, দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মো. সিরাজ।

শেরপুর শহর বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য, পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, জি এম মোস্তফা কামাল, আফতাফ হোসেন তালুকদার, মোয়াজ্জেম হোসেন, আব্দুল হাই সিদ্দিকি হেলাল, শেরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, ছাত্র নেতা মামুনুর রশিদ আপেল, আসিফ, আরিফুল ইসলাম আরিফ, আসফি, যুবদল নেতা ইব্রাহিম, তুহিন, সাকোয়াত, রাশেদুল ইসলাম, রুপম, আব্দুল হামিদ, মিলন, শাহাদত, জাহাঙ্গীর, সহ সকল ইউনিয়নের যুবদল নেতারা।

শেষে বগুড়া-সদর আসনের সাংসদ ও বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ গোলাম মো. সিরাজ শেরপুর উপজেলা দশমাইল, মহিপুর বাজার এবং শহরের বিভিন্ন ওয়ার্ডসহ ধুনটমোড় এলাকার প্রায় ৩ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

http://www.anandalokfoundation.com/