রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হইতে ৪৪তম জাতীয় সমবায় দিবস ২০১৫ একটি র্যালী বের হয়ে উপজেলা চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ বালিয়াডাঙ্গী উপজেলার আয়োজনে। এর পর ৪৪তম জাতীয় সমবায় দিবস ২০১৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক এসএম মশিউর রহমান প্রমূখ। আলোচনা শেষে সমবায় সমিতির কার্যক্রম ভিত্তির উপরে ৯টি সমবায় সমিতিকে সার্টিফিকেট ও ক্রেস প্রদান করেন প্রধান অতিথি।