ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এলজিএসপি-২ এর অর্থায়নে গতকাল শনিবার বিকাল ৩টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটাজী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন সহ ১৮ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।