13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় ৩ দিনব্যাপী বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভান্ডে সমাপন

Link Copied!

নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয়  শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক  অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ১ ফেব্রুয়ারী বুধবার  সন্ধ্যায় গীতাপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে শুক্রবার দুপুরে দধিভান্ডের মাধ্যমে সমাপন হয়েছে ।
৩ দিনব্যাপী  অনুষ্টানমালার মধ্যে ছিল  অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। প্রথমদিনে শ্রীমগভাগবত পাঠ করেন শ্রী মতিলাল ভট্টাচার্য্য। অধিবাসকৃত্য করেন,সুনামগঞ্জ দিরাইয়ের কীর্তনীয়া শ্রী মিন্টু সরকার।
দ্বিতীয়দিন অনুষ্টানে কীর্তন পরিবেশন করবেন, ভারতের নবদ্বীপের কীর্তনীয়া শ্রীমতি লাবনী গাইন,ফরিদপুরের কীর্তনীয়া পুজা রায়,মৌলভীবাজারের সুভাষ দেব, ছাতকের সুভাষ দেবনাথসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
কীর্তন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,সহ সভাপতি অরবিন্দু বনিক, সাধারন সম্পাদক রঙ্গ লাল রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ টৌধুরী,আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,বিশিষ্ট ব্যবসায়ী কেতকী পাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব,লক্ষীপ্রিয়া বৈষ্ণবী,আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, অশোক তরু দাস, মন্টু লাল আচার্য্য, অজিত কুমার দাশ, বাদল রায়, প্রজেশ রায় নিতন, প্রমথ চক্রবর্ত্তী বেনু,চারু দেব,
উত্তম কুমার রায়,গৌতম কুমার রায়, দিপক পাল,লিটন দেবনাথ,বিষ্ণুপদ রায়,পার্থ কুমার পাল,সাধন চন্দ্র দাশ,রঞ্জু দাশ,জন্টু রায়, সঞ্জয় দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, রিপন কর, পবিত্র বনিক, পৃথেশ টৌধুরী,শিক্ষক তপন পাল, রশময় শীল,শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রশান্ত দাশ গুপ্ত খোকন,স্বপন চক্রবর্ত্তী,সুজিত পাল,রন্টু দাশ, বিপুল দাশ,রুপক দেবসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে হাজারো ভক্ত সমাগমে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপন হয়।
http://www.anandalokfoundation.com/