14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 14, 2025
আজকের সর্বশেষ সবখবর

বাবার ‘যৌন হয়রানি’ নিয়ে মুখ খুললেন প্যারিস

Rai Kishori
March 25, 2019 10:26 am
Link Copied!

বাবা মাইকেল জ্যাকসন যৌন হয়রানি করেছিলেন, এমনটা ছোটবেলা থেকেই শুনেছেন প্যারিস জ্যাকসন। কিন্তু তা নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। বাবা নেই, তাই তাঁকে নিয়ে যেন কোনো বিতর্ক না হয়, তা-ই চেয়েছিলেন। এবার আর থেমে থাকতে পারলেন না। বাবার এক ভক্তের জন্য দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন এই পপ সম্রাটের মেয়ে। মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। নাম ‘লিভিং নেভারল্যান্ড’। এর পরিচালক ও প্রযোজক ড্যান রিড। যৌথভাবে প্রযোজনা করেছে যুক্তরাজ্যের চ্যানেল ফোর আর যুক্তরাষ্ট্রের এইচবিও। মাইকেল জ্যাকসনের কাছে যৌন হয়রানির শিকার দুই শিশুর তরুণ বয়সের ভাষ্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি।

২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সানডান্স চলচ্চিত্র উৎসবে ‘লিভিং নেভারল্যান্ড’ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এরপর তথ্যচিত্রটির তীব্র সমালোচনা করেছে মাইকেল জ্যাকসনের পরিবার। এক বিবৃতিতে এই পরিবার থেকে বলা হয়েছে, ‘সারা জীবন এ রকম নোংরা আক্রমণ মোকাবিলা করতে হয়েছে মাইকেল জ্যাকসনকে। এমনকি এখনো করতে হচ্ছে।’ সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তথ্যচিত্রে ওয়েড রবসন ও জিমি সেফচাককে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে জ্যাকসনের ঘনিষ্ঠ অন্য সবাই সেখানে রীতিমতো উপেক্ষিত। জ্যাকসন কখনোই শিশুদের সঙ্গে বাজে আচরণ করতেন না। বরং সব সময় তিনি তাদের আদর করতেন।’

http://www.anandalokfoundation.com/