× Banner
সর্বশেষ
নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত  ৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী গৌরনদীতে বিরোধপূর্ণ জমিতে ফিলিং স্টেশন নির্মাণ আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবেনা -কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর,১১ জন প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা ইউজিসির অর্থায়নে গবেষণার জন্য ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঝিনাইদহে জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুলক সভা

পিআইডি

বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটরের বৈঠক

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেছেন। আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরো গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহারযোগ্য স্টোন। আমাদের বছরে ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এটি আমাদানির জন্য দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো দরকার।

তিনি বলেন, লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট একসেস নিশ্চিত করার মাধ্যমে দু’দেশের লিমিটেড বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কোন্নয়ন হবে। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরো সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..