বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য ও বাংলাদেশ বেতারেরকেন্দ্রীয় বার্তাসংস্থারপরিচালকশফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবংশোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শফিকুল আলমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। তিনি বাংলাদেশ বেতারের একজন মেধাবী, পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন।