13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে রুপি ও টাকায় লেনদেন করার অনুরোধ ভারতের

Link Copied!

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে ডলার বা অন্য কোনো প্রধান বিদেশি মুদ্রায় লেনদেন না করতে রপ্তানিকারকদের পরামর্শ দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এসব মুদ্রার পরিবর্তে রুপি ও টাকায় লেনদেন করার জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংকটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তবে দ্বিপক্ষীয় লেনদেনে ভারতীয় রুপি ও টাকার ব্যবহার চলমান থাকবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি সূত্র , রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে খাদ্য ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সংকটের মুখে পড়েছে। তাছাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে বাণিজ্য ঘাটতি। এতে দেশটির বৈদেশিক মুদ্রায় চাপ বেড়েছে। সংকট সামাল দিতে এরই মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেও ঋণ চেয়েছে। বাংলাদেশের সঙ্গে লেনদেনে কোনো ধরনের ঝুঁকি বাড়াতে চাইছে না এসবিআই।
http://www.anandalokfoundation.com/