বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এর সভাপতি ডেভিড হেগরী।
আজ উইম্বলডনে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এর সভাপতি ডেভিড হেগরী সৌজন্য সাক্ষাত করেন।
আইটিএফ এর সভাপতি বাংলাদেশে আইটিএফ এর কয়েকটি টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজনের জন্য বিটিএফ’র সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আইটিএফ এর সভাপতি বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিটিএফ’র সভাপতি আইটিএফ’র সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আইটিএফ সভাপতিকে একটি ক্রেস্ট/মোমেন্টাম উপহার দেয়া হয়।
এসময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ হায়দার ভূইয়া ও সহসভাপতি নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।