13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে -জিএম কাদের

ডেস্ক
October 8, 2022 10:46 am
Link Copied!

বিদেশী ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আবার কারনে-অকারেন ফুর্তি করতে ব্যায় হচ্ছে হাজার কোটি টাকা। যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা শ্রীলংকার চেয়ে খারাপ হয়ে যাবে। বলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার(৭ অক্টোবর) উত্তরবঙ্গ রাজনৈতিক সফর থেকে ঢাকায় ফিরে পদ্মা সেতুসহ মেগা প্রজেক্টের প্রসঙ্গ টেনে সরকারের তীব্র সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।

মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চলছে। প্রতি বছর দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এতদিন সরকার টাকা পাচারের কথা স্বীকার করেনি। এখন ট্যাক্সের বিনিময়ে অবৈধ পন্থায় অর্জিত পাচার হওয়া হাজার কোটি টাকা বৈধ করার পন্থা বের করেছে সরকার। তিনি বলেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। ট্যাক্স দিলেই যদি অপরাধ মাফ হয়ে যায় তাহলে ভবিষ্যতে খুন ও ডাকাতিও ট্যাক্সের মাধ্যমে বৈধতা পেতে পারে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, দুটি দলই দুর্নীতি করেছে। আওয়ামী লীগ প্রথম দুর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ণ হয়েছে এরপর বিএনপি পরপর চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি অপবাদ দিয়ে বলেন পল্লীবন্ধু এরশাদ নাকি দুর্নীতি করেছেন। পল্লীবন্ধু ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার বাজেটে ব্যাপক উন্নয়ণ করেছেন। কেউ তার দুর্নীতির প্রমান করতে পারেনি।

http://www.anandalokfoundation.com/