× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-১ আসন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন সোবহান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
বরিশাল-১ আসন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে চমক সৃষ্টি করা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসারের কাছে কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এরপূর্বে নির্বাচনের আনুষ্ঠানিকতায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী দাবি করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়।
নিজ সংসদীয় এলাকার ব্যাপক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলেও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করবো, না হলেও করবো।
বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার।


এ ক্যটাগরির আরো খবর..