× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কে দূর্ঘটনায় ছয় কিলোমিটার জুড়ে যানজট

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
মহাসড়কে দূর্ঘটনায়

একের পর এক দূর্ঘটনায় মৃত্যুর আতংকের নামে পরিচিতি পয়েছে বরিশাল-ঢাকা মহাসড়ক। ঈদুল আজহার দিন ( ৭ জুন) থেকে শুরু করে শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ছয়দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে অংশে সাতটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত সহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সর্বশেষ শুক্রবার মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছে। বাস দুইটি মহাসড়কের ওপর দূর্ঘটনায় পতিত হওয়ায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকল্প পথ হিসেবে গ্রামীন অবকাঠামোর সড়কে ভুরঘাটা দিয়ে ঘোষেরহাট-রাজিহার-আগৈলঝাড়া হয়ে গৌরনদী অংশে যাতায়াত করেছে। গৌরনদী অংশে দুর্ঘটনা ঘটলেই এই সরু রুটে গাড়ি চলাচল করতে বাধ্য হচ্ছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার সোয়া একটার দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন ও বরিশালগামী ইতি পরিবহনে বেপরোয়াগতির কারনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুই চালকের অবস্থা গুরুতর।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি দুইটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর থেকে বাস দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কের ব্র্যাক কার্যালয়ের সামনে দুপুর সাড়ে বারোটার দিকে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত আলতাফ গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..