আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মধ্যকার বাগ্যুদ্ধকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
এই দুই নেতাই বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। ওই দুই নেতা ও তাদের সমর্থকদের দ্বন্ধের কারণে দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের কাছে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে অদ্যবর্ধি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন। এজন্য বিগত পতিত সরকারের সময় একাধিকবার হামলার স্বীকারসহ অসংখ্য মামলায় তাকে (আবদুস সোবহান) কারাবরণ করতে হয়েছে। তারপরেও রাজপথ থেকে তিনি কখনও সরে দাঁড়াননি।
এছাড়াও বিগত ১৭ বছরে দলের হামলা ও মামলার স্বীকার নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে তিনি সহযোগিতা করেছেন। গতবছরের ৫ আগস্টের পর পূর্বের ন্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারনা নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া ও মহল্লায় ছুঁটে চলছেন।
অপরদিকে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সাম্প্রতিক একাধিক সমাবেশে একে অপরকে ইঙ্গিত করে আক্রমনাত্মক বক্তব্যে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উদ্বেগ ছড়িয়ে পরেছে।
গত ৫ আগস্ট গৌরনদীতে এক জনসভায় জহির উদ্দিন স্বপন বলেছেন, দলের মধ্যেই যদি মাদক ব্যবসায়ী, গডফাদার থাকে, তাহলে কি আমরা তা মেনে নেবো? গৌরনদী ও আগৈলঝাড়ায় বিএনপির কোনো গডফাদার চলবে না। সময় হলে ডাক দেবো। এর পাল্টা জবাবে আকন কুদ্দুসুর রহমান এক সমাবেশে বলেন, আপনার পাশে জাতীয় পার্টি, পেছনে আওয়ামী লীগ। পতিত সরকারের ভোটারবিহীন নির্বাচনের একাধিক ইউপি চেয়ারম্যানকে আপনি শেল্টার দিচ্ছেন। আপনার লজ্জা করে না? মৌচাকে ঢিল মারবেন না। তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় যারা বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিল, তারা আজ আবার সরব হয়েছে। তারা অভিভাবক হতে মরিয়া হয়ে উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসনে এমপি নির্বাচিত হলেও ২০০৮ সালে তিনি (স্বপন) ধানের শীষ মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ১৬০ ভোট পেয়েছিলেন। অভিযোগ রয়েছে, ওই (২০০৮ সালের) নির্বাচনে এ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিরুদ্ধে নিজ দলের এক নেতার মাধ্যমে একটি মামলা দায়ের করায় নির্বাচনের পূর্বে তাকে (সোবহান) আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। ভোটগ্রহণের মাত্র সাতদিন পূর্বে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার বৈধ প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনের মাঠে এসে অংশগ্রহণ করে পেয়েছিলেন প্রায় ৭৬ হাজার ভোট।
সূত্রগুলো আরও জানিয়েছেন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বাসিন্দা জহির উদ্দিন স্বপন বিগত ওয়ান ইলেভের পর দীর্ঘসময় বিএনপি থেকে দূরে ছিলেন। এরপূর্বে তিনি বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের কারণে তার (স্বপন) সমর্থক একাধিক দায়িত্বশীল নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা আকন কুদ্দুসুর রহমান দীর্ঘদিন দলের রাজনীতির সাথে যুক্ত থেকে একাধিকবার মনোনয়ন চেয়েও পাননি। সাংগঠনিকভাবে দক্ষ হলেও আকন কুদ্দুসুর রহমারে বিরুদ্ধে মেজাজি চরিত্রের অভিযোগ রয়েছে। অপর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নির্বাচনী এলাকার আগৈলঝাড়া উপজেলার একমাত্র প্রার্থী। বিএনপির চরম দুর্দীনে আবদুস সোবহান দীর্ঘদিন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সেখানেও (গৌরনদী) নিজস্ব বলয় তৈরি করেছেন। এছাড়াও দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে সম্পূর্ণ ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আওয়ামী লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তি ছিল, তাদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করছি।
নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, স্বপন ও কুদ্দুসের ভাষায় অনেকেই যারা দীর্ঘদিন এলাকায় ছিলেন না, তারা এখন বিভিন্ন দলের লোকজন দিয়ে সংগঠন ভারী করছেন, যা দলের জন্য অশনিসংকেত। তারা আরো বলেন, ওই দুইনেতার চরম দ্বন্ধের কারণে সবধরনের বির্তকের উর্ধ্বে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ওয়ান ইলেভেন নিয়ে কথা বলে কুদ্দুস আসলে দলের চেয়ারপারসনকে বিতর্কে ফেলেছেন। আমি গডফাদারদের কথা বলেছি, যারা একসময় হাসানাত বা হারিছ ছিলেন, তাদের বোঝাতে চেয়েছি। এখন বিএনপিতে যদি কেউ গডফাদার হয়ে ওঠেন, তাদের গায়ে লাগবেই।
অপরদিকে অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান সাংবাদিকদের বলেন, স্বপনই মাদক ব্যবসায়ী তৈরি করেছেন, তিনিই গডফাদার বানিয়েছেন। ওনার লোক পৌর বিএনপিতে চাঁদাবাজির অভিযোগে বহিস্কার হয়েছে। স্বপন যদি ওয়ান ইলেভেনে জড়িত না থাকেন, তাহলে এতো বছর দলের বাহিরে ছিলেন কেন?
তিনি আরও বলেন, স্বপনের লোকজন ৫ আগস্টের পর কয়েক কোটি টাকার চাঁদাবাজি করেছে। ধানের শীষের সাথে যারা বেঈমানি করেছে বা ভবিষ্যতে বেঈমানি করার চিন্তা করছে তারা কেউ বিএনপিতে টিকবে না।