× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি কর্মীদের ওপর হামলা 

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
বরিশালে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি

স্বতন্ত্র প্রার্থীকে হুমকিসহ কর্মী-সমর্থকদের ওপর হামলা, নারী কর্মীদের শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও প্রচারের মাইক ভাংচুর করার অভিযোগ এনে বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন তার কর্মী-সমর্থকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন নিজেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর উঠান বৈঠকে এবং এর আগে দুপুরে নগরীর বটতলা ও কাশিপুরে হামলার ঘটনা ঘটেঠে। প্রতিদিন তার কর্মীদের মারধর করা হচ্ছে। প্রচারের মাইক ভাংচুর করার পাশাপাশি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বুখাইনগরে নৌকার প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর ইসলাম আমার ও আমার কর্মীদের ওপর চড়াও হয়ে অপমান অপদস্ত করেছেন। এমনকি নুর ইসলাম হুমকি দিয়ে আমাকে বলেছেন, তুই কার পারমিশন নিয়ে বুখাইনগর আইছো, তুই স্বতন্ত্র প্রার্থী হইছো কার কথায় কৈফিয়ত চায়। এ বিষয়ে আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত কোন সুফল পাইনি।

তবে অভিযোগ অস্বীকার করে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম বলেন, সালাহ উদ্দিন রিপনের সাথে আমার দেখাই হয়নি। তাহলে তাকে উল্টা-পাল্টা কথা বলার প্রশ্নই আসেনা। এ বিষয়ে জানতে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের বলেন, আমি ও আমার কোনো লোক মারামারির সাথে জড়িত না। যারা নৌকার বিপক্ষে দাঁড়িয়েছে বা নৌকাকে ঠকাতে ইন্ধন দিচ্ছে তারাই এসব কাজ করতে পারে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী মঞ্চে বিএনপি নেতা ॥ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় ইউনিয়ন বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শোকজ নোটিশপ্রাপ্ত বিএনপি নেতা হলেন, ওবায়দুল করিম তুহিন পন্ডিত। তিনি সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বুধবার দুপুরে সদর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তুহিন পন্ডিত দলের বিভিন্ন পদে ছিলেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পাতানো নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্ধিতা করা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপনের ট্রাক মার্কার পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে বেড়াচ্ছেন। দলীয় নির্দেশনা উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্যও রেখেছে। এতে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..