প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন সরদারের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বীর নিবাসের নির্মান কাজের উদ্বোধণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গেরাকুল গ্রামের বীর নিবাস নির্মানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্যরা।
বীর নির্বাস নির্মান কাজের উদ্বোধণের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি সুবিধাভোগী প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।
প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদীতে ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মানের জন্য ১৮ লাখ ৩৪ হাজার দুইশ’ ৭৯ টাকা করে বরাদ্দ করা হয়েছে।