14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের ৫ ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আজকের সর্বশেষ সবখবর

বরিশালে গণধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী

Link Copied!

বন্ধুর সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এসময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার চরকালেখান এলাকার।

রবিবার দুপুরে নির্যাতিতার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতার আশ্বাস দিয়ে একটি প্রভাবশালী মহল তাদের মামলা দায়ের করতে বাঁধা প্রদান করছেন। তবে মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্যাতিতার অভিভাবকরা জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরী গত ১৮ এপ্রিল সোনামদ্দিন বন্দরে তার এক বন্ধুর সাথে দেখা করে বিকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নির্জনস্থানে বসে পাশ্ববর্তী সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সাকিব হোসেনের (২১) নেতৃত্বে তার অপর দুই সহযোগি কিশোরীর পথরোধ করে। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। সেই আপত্তিকর দৃশ্য বখাটে সাকিবের এক সহযোগি ভিডিও ধারণ করে রাখে।

ওই কিশোরীর স্বজনরা আরও জানিয়েছেন, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালী সুলতান বেপারী ও মতিউর রহমান বিষয়টি সালিসের মাধ্যমে সমাধানের জন্য চাঁপ প্রয়োগ করেন। এমনকি নির্যাতিতা কিশোরী তার যে ছেলে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল তার সাথে বিয়ে দিয়ে দলবদ্ধ ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালীরা মরিয়া হয়ে ওঠেন।

স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ বেপারী বলেন, নির্যাতিতার অভিভাবকদের থানায় মামলা দায়ের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্তরা ইতোমধ্যে এলাকা ছেড়ে আত্মগোপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে মামলা দায়েরে বাঁধা প্রদানের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সুলতান বেপারী বলেন, ভূক্তভোগীর পরিবার চাচ্ছেন স্কুল ছাত্রীর ছেলে বন্ধুর সাথে বিয়ের ব্যবস্থা করার। তাই স্থানীয় লোকজন ওই ছাত্রীর ছেলে বন্ধুর পরিবারের সাথে কথা বলে সমন্বয় করার চেষ্টা করছেন।

http://www.anandalokfoundation.com/