বগুড়া প্রতিনিধি: জাতীয়তাবাদি দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কর্মসুচীর অংশ হিসেবে বগুড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। এসম বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হলে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
৮ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
বিএনপি’র পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহনে রোববার বেলা ১১টা থেকে বিএনপির নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসে। একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে একটি খন্ড মিছিল রাজনৈতিক শ্লোগানে মুখরিত হয়ে শহরের নবাববাড়ি সড়ক হয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটিতে সদর ফাঁড়ি পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হলে বিএনপি’র ৩কর্মীকে আটক করে পুলিশ।
এনিয়ে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিলে শহরের নবাববাড়ি সড়কে ফতেহ আলী মোড় এবং ডায়াবেটিক হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির তিন নেতাকর্মীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ঘণ্টার মধ্যে তাদেরকে মুক্তি দেয়ার প্রশাসনের প্রতি আল্টিমেটাম জেলা বিএনপি’র নেতারা।
এ ব্যাপারে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়া ও বিশৃঙ্খলার করার চেষ্টায় বিএনপি তিনজনকে আটক করা হয়েছে।