× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

বইমেলায় অংশ নিচ্ছে ৭০৮ প্রকাশনা প্রতিষ্ঠান

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভাষার মাস ফেব্রুয়ারি ১ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমি বইমেলা। এ বছর বাংলা একাডেমির বই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার বাংলা একাডেমির বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলা একাডেমির সদস্য সচিব সরকার আমিন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি। সভাপতি হবেন আবুল কাসেম ফজলুল হক। এছাড়া থাকবেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আযম ও মো রেজাউল করিম বাদশা।

বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল দেবে। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি স্টল থাকবে। মোট প্যাভিলিয়ন থাকবে ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি থাকবে। মেলায় প্রবেশ পথ থাকবে চারটি। টিএসসি, দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেইট এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গেইট।

অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় শিশুচত্বরে মোট ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..