× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

ফ্রান্সের মানুষ হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: প্যারিসে জঙ্গিদের ধারাবাহিক হামলায় দেড় শতাধিক মানুষ মারা যান। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানান তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বাংলাদেশের সমর্থন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জুড়ে এসব হামলায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জণগণ ও তার নিজের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফরাসী সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জ্ঞাপন করছি।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসিরা সন্ত্রাসিই। তাদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই। আর সভ্য সমাজে এদের কোনও স্থানও থাকতে পারে না।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক হয়ে কাজ করবো।

ফ্রাঁসোয়া ওলাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার নাগরিকদের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..