× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

ফেসবুক হারালো শীর্ষস্থান!

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান  ও প্রযুুক্তি ডেস্ক: বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ফেসবুক ব্যবহার বন্ধ। বিভিন্ন মহল থেকে সরকারের এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানালেও কবে ফেসবুক খুলে দেয়া হবে তা নিশ্চিত নয়। আর এর প্রভাব পড়েছে অনলাইনে জনপ্রিয়তা নিরূপণের ওয়েবসাইট অ্যালেক্সার র‌্যাঙ্কিংয়ে।

বাংলাদেশে দীর্ঘদিন যাবত এক নম্বরে থাকলেও অ্যালেক্সা’র বাংলাদেশের র‌্যাঙ্কিং তালিকায় ফেসবুক এখন চার নম্বরে নেমে গেছে। বর্তমানে এক নম্বরে রয়েছে গুগল, দুই নম্বরে গুগলবিডি, তিন নম্বরে ইউটিউব। তবে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে যথারীতি দুই নম্বরে রয়েছে ফেসবুক।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..