14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: ডা. শাহাদাত

জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান শিক্ষা উপদেষ্টার

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি উদ্যোগ

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু  

আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে লাইক বাড়ছে না চিন্তা নেই একটু পড়ুন

admin
September 8, 2015 8:42 am
Link Copied!

ছবির আহমেদ আবিরঃ ফেসবুকিং করা অনেকটা মাছ ধরার মত। পুকুরের পানিতে বরশিতে টোপ ফেলে পাড়ে বসে অপেক্ষা করা। এই বুঝি মাছে বরশি খেলো। তাই একটু পর পর বরশি তুলে পরীক্ষা করা হয়। মাছ ধরার মত ফেসবুকেও ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে অপেক্ষা করা হয় কত লাইক পড়ে। কিংবা কতজন এটা শেয়ার দেয়। কিন্তু সব বরশির টোপ মাছে খায় না। তেমনি ফেসবুকের সব স্ট্যাটাস কিংবা ছবিতে হুহুকরেও লাইক পড়ে না। ঘণ্টার পর ঘণ্টা মাথা খাটিয়ে ফেসবুকে একটি পোস্ট করেও লাইক না পেলে মেজাজ কার না খারাপ হয়? তবে এবার আর হতাশ হতে হবে না। একটি বিশেষ সময়ে কোনও কিছু পোস্ট করলে লাইক আর কমেন্টে জনপ্রিয় হবেই আপনার ফেসবুক পোস্ট। সেই নির্দিষ্ট সময়েরই খবর দিল সাম্প্রতিক একটি গবেষণা।

গবেষণাকারী দল দাবি করছেন, ওই সময়ের মধ্যে আপনি ফেসবুকে কিছু পোস্ট করলে আশানুরূপলাইক কেউ আটকাতে পারবে না। ফেসবুকে বিভিন্ন পোস্টে লাইক এর প্রবণতা নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় মার্কিন সংস্থা লিথিয়াম টেকনোলজিস। সেই গবেষণাতেই মিলেছে ফেসবুকে লাইক পাওয়ার সঠিক সময়ের নিয়ম। কোন সময়ে পোস্ট করলে বেশি লাইক পাওয়া যায়?

গবেষণার রিপোর্ট বলছে, ফেসবুকে কোনও কিছু পোস্ট করার আদর্শ সময় হল সপ্তাহের কাজের দিন। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের কাজের দিনগুলিতে, বিশেষ করেঅফিস টাইমে আপনি নিজের ফেসবুক ওয়ালে কিছু পোস্ট করলে লাইক এর সংখ্যা বাড়বেই। তবে অফিস টাইম পেরিয়ে গেলে আবার পোস্ট করার সঠিক সময় হল সন্ধ্যা ৭টা থেকে ৮টা। অনেকেই ভাবেন, ছুটির দিন বা সপ্তাহ শেষে ফেসবুকে কিছু পোস্ট করলে বেশি লাইক ও শেয়ার হয়। গবেষণা রিপোর্ট বলছে, এই ধারণা একেবারেই ভুল। সবচেয়ে কম লাইক পাওয়া যায় শুক্রবার রাতে। তাই শুক্রবার রাতে কিছু পোস্ট করবেন বলে ভাবলে, সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করারই পরামর্শ দিচ্ছে গবেষণাকারী দল। অবশ্য কোনও পোস্টের তত্ক্ষণাত্ মতামত পেতে ফেসবুকে থেকে টুইটারকেই রাখছেন লিথিয়াম টেকনোলজিসের গবেষকরা। তারা বলছেন, `ফেসবুকে কোনও পোস্টের প্রতিক্রিয়া পেতে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগে। সেখানে টুইটারে প্রতিক্রিয়া পাওয়া যায় আধ ঘণ্টার মধ্যেই।’

http://www.anandalokfoundation.com/