বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ, এই সুরের মানুষটিও ফুটবল খেলা খুব পছন্দ করেন। তারই ধারাবাহিকতায় এবার ফুটবল নিয়ে একটি গানে কণ্ঠ দিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) ২৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। এর শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন এই গায়িকা। এই বিপিএল নিয়ে নির্মিত হয়েছে ‘ফুটবল ফুটবল, আওয়াজ উঠেছে চল/ জমবে লড়াই, হবে কোলাহল’ শিরোনামের একটি গান। সম্প্রতি নগরীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এর চিত্রায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ফুটবল খেলার বড় ভক্ত মমতাজ। তিনি এবার রাত জেগে নিয়মিত ইউরোর খেলাগুলোও দেখেছেন। শুধু তাই নয় কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার সমর্থক ছিলেন। জার্মানির মেসুত ওজিল আর আর্জেন্টিনার লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে হারার পর মেসির সেচ্চায় অবসরের ঘোষণায় হতাশ হয়েছেন মমতাজ।