14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফলাফল প্রত্যাখ্যান, পুনঃনির্বাচনের দাবি ঐক্যফ্রন্টের

admin
December 30, 2018 9:49 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক ব্যক্ত করে উক্ত ফলাফলকে প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

আজ রবিবার সন্ধ্যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন এ ঘোষনা করেন। তিনি বলেন, আমরা এ ফলাফলকে প্রত্যাখ্যান করছি। দেশে শতাধীক প্রার্থীরা ভোট বর্জন করেছে। তত্ত্ববধায়ক সরকারের অধীনে ভোট দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের কোনও প্রার্থী বিজয়ী হলে ফলাফল মেনে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি। এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

http://www.anandalokfoundation.com/