× Banner

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার

  • ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তা ইসলাম (৩২) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

    নিহত শান্তা ইসলাম ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার নামক একটি বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..