ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের আলফাডাঙ্গা থানা গেটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে থানায় একটি সালিশ বৈঠকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ একে অপরের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান,“কে কার সঙ্গে মারামারি করেছে আমার জানা নেই । এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগও জমা পড়েনি।”