14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Rai Kishori
September 9, 2025 11:32 am
Link Copied!

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।
শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ভাঙ্গা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
অবরোধকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলাকে কেন্দ্র করে পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় স্থানীয়রা অবরোধ করছেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।”