× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় যুবক গ্রেফতার

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মহড়ার ঘটনায় যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালায়।

গ্রেফতার সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গার কুমার নদে সম্প্রতি কিশোর-যুবকরা স্পিডবোটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। ‘১৫ আরই’ ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “যৌথবাহিনী অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে থানায় দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে কিশোররা অঙ্গভঙ্গি করে আনন্দ-উল্লাসে মাতেন। এ সময় স্পিডবোটে অস্ত্র প্রদর্শনও করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


এ ক্যটাগরির আরো খবর..