× Banner
সর্বশেষ
খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দুর্গাপূজা পূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ খুলনার পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  টিকটকে পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে গ্রেপ্তার ২ বাংলাদেশ নৌবাহিনী সাথে বেনাপোল পৌরসভার চুক্তি,স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন নবীগঞ্জে ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান  ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
শিশুর গলাকাটা মরদেহ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে তার অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া আক্তার (২২) এবং তার ছেলে হুজাইফা (৫)।
পারিবারিক সূত্র জানায়, সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল। তিনি ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে। ২০২০ সালে সুমাইয়ার বিয়ে হয় পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সির সঙ্গে।
স্থানীয়রা জানান, রমজান কয়েক বছর সিঙ্গাপুরে প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের খবর প্রতিবেশীরা শুনেছেন।
নিহতের শ্বশুর মোতালেব মুন্সি দাবি করেন, ছেলে ও পুত্রবধূর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। তবে প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, “শিশুটিকে গলাকাটা অবস্থায় কম্বল প্যাঁচানো মৃত অবস্থায় পাওয়া যায় এবং মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।”
সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। একসঙ্গে মা ও শিশুর মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রতিবেশীরা ভেঙে পড়েছেন। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।


এ ক্যটাগরির আরো খবর..