গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ২রা নভেম্বর দুপুরে বরিশালের গৌরনদী গোবর্দ্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খলিলুর রহমান ভিলায় আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরনদী পৌরষভার মেয়র মোঃ হারিছুর রহমানসহ অতিথিবৃন্দগন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা(বিপিইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী পৌরষভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামিম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুনু আলম,গৌরনদী প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,সহসাধারন সম্পাদক উত্তম দাস, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রধান সমন্বয়কারী মিস মিঠু মধু,গৌরনদী প্রকল্প এলাকার মাঠ সংগঠক নয়ন বেপারী, প্রাক-প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মনি আক্তার প্রমুখ।