14rh-year-thenewse
ঢাকা

পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Link Copied!

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেজান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা এসে কাজে যোগ না দিয়ে এশিয়া পাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে বেক্সিমকো কোম্পানির কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাংশও বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন।

এতে এই দুটি মহাসড়ক দিয়ে চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরানো চেষ্টা করছেন।

তবে এই দুটি কারখানা বাদে গাজীপুরের অন্য কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সেজান অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তাই কাজে যোগ না দিয়ে আন্দোলন করছেন।

http://www.anandalokfoundation.com/