× Banner
সর্বশেষ
বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত ঝিনাইদহে অন্তঃসত্ত¡া নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত ঝনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও উপদেষ্টা পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ অনুষ্ঠিত মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকা জব্দ নবীগঞ্জের আদিত্যপুরের শ্যামল চক্রবর্তী আয়োজনে ষোল প্রহব্যাপী সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম  ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পোপকে মিয়ানমারের উগ্র বৌদ্ধ সংগঠনের হুমকি

admin
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের উগ্র বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা বা থা। এ সংগঠনের পক্ষ থেকে সফররত পোপ ফ্রান্সিসকে হুমকি দেয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুটিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে বিপন্ন ওই জনগোষ্ঠীর ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে পোপকে।

ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ব্যাপারে কথা বললে তা মেনে নেয়া হবে না। খবর রয়টার্স।

সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের উগ্র বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা বা থা এর মুখপাত্র তপারকা রোহিঙ্গা ইস্যুটিকে স্পর্শকাতর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, মিয়ানমারের জনগণ মেনে নিতে পারবে না- এমন কোনো স্পর্শকাতর ইস্যুতে তিনি (পোপ) কথা বলবেন না।

তিনি যদি ইসলাম নিয়ে কথা বলেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু রোহিঙ্গা এবং চরমপন্থীদের নিয়ে কথা বললে তা গ্রহণযোগ্য হবে না।’

তিনদিনের মিয়ানমার সফরের অংশ হিসেবে সোমবার ইয়াঙ্গুনে পৌঁছান ভ্যাটিকান পোপ ফ্রান্সিস।

সফরের সময় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করার জন্য পোপের প্রতি আগেই আহ্বান জানিয়েছেন মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো।

মিয়ানমার সফরে পোপ এরইমধ্যে সেনাপ্রধান মিন অং হেইংয়ের সঙ্গে ১৫ মিনিটের বৈঠক করেছেন। এছাড়া অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমারে সাত লাখ ক্যাথলিক খ্রিস্টান অনুসারী রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ।

মিয়ানমারের মোট জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি ১০ লাখ।

এদিকে মিয়ানমার ও বাংলাদেশ সফরের প্রাক্কালে ফ্রান্সিস টুইটারে সকলের প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..