× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

পোপকে মিয়ানমারের উগ্র বৌদ্ধ সংগঠনের হুমকি

admin
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের উগ্র বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা বা থা। এ সংগঠনের পক্ষ থেকে সফররত পোপ ফ্রান্সিসকে হুমকি দেয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুটিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে বিপন্ন ওই জনগোষ্ঠীর ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে পোপকে।

ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ব্যাপারে কথা বললে তা মেনে নেয়া হবে না। খবর রয়টার্স।

সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের উগ্র বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা বা থা এর মুখপাত্র তপারকা রোহিঙ্গা ইস্যুটিকে স্পর্শকাতর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, মিয়ানমারের জনগণ মেনে নিতে পারবে না- এমন কোনো স্পর্শকাতর ইস্যুতে তিনি (পোপ) কথা বলবেন না।

তিনি যদি ইসলাম নিয়ে কথা বলেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু রোহিঙ্গা এবং চরমপন্থীদের নিয়ে কথা বললে তা গ্রহণযোগ্য হবে না।’

তিনদিনের মিয়ানমার সফরের অংশ হিসেবে সোমবার ইয়াঙ্গুনে পৌঁছান ভ্যাটিকান পোপ ফ্রান্সিস।

সফরের সময় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করার জন্য পোপের প্রতি আগেই আহ্বান জানিয়েছেন মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো।

মিয়ানমার সফরে পোপ এরইমধ্যে সেনাপ্রধান মিন অং হেইংয়ের সঙ্গে ১৫ মিনিটের বৈঠক করেছেন। এছাড়া অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমারে সাত লাখ ক্যাথলিক খ্রিস্টান অনুসারী রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ।

মিয়ানমারের মোট জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি ১০ লাখ।

এদিকে মিয়ানমার ও বাংলাদেশ সফরের প্রাক্কালে ফ্রান্সিস টুইটারে সকলের প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..