× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

ডেস্ক

পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত -সাবেক এমপি হারুন অর রশীদ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
পূজা হচ্ছে শয়তানের ইবাদত

পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ষীয়ান রাজনীতিবিদ ও চাপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি হারুন অর রশীদ।

সম্প্রতি জনসভায় পূজা সম্পর্কে প্রকাশ্যে বিদ্রুপাত্মক মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নবী রসুলের সঙ্গে মুসরিকদের তুলনা করছেন জামায়েত ইসলামীর এমপি মনোনীতরা। তারা একটা ভোটের জন্যে হিন্দু সম্মেলন করে বলছে হরি হরি হরি বোল, দাড়ি পাল্লায় জয় বোল।

সনাতন ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করা যেন বর্তমান সময়ে এসে কোনো অপরাধ নয় বরং বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিনিয়ত সনাতন ধর্মের প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করার এক মহোৎসবে নেমেছে। ইতোপূর্বে, বিভিন্ন ধর্মীয় সভায় সংখ্যাগরিষ্ঠের তথাকথিত ধর্মীয় নেতারা সনাতন ধর্ম সম্পর্কে অপমানসূচক বক্তব্য প্রদান করে আসছিলো। বিগত সময়ে বারংবার এই বিষয়ে প্রতিবাদ ও উদ্বেগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বর্তমান সময়ে এসে, সনাতন ধর্মের সংস্কৃতির প্রতি আঘাত করা নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে।

পূজা বা যেকোনো উপাসনা সনাতনীদের যথেষ্ট ভাবাবেগের সাথে জড়িত। একজন ধর্মপ্রাণ সনাতনীর নিকট এই মন্তব্য কতটুকু কষ্টদায়ক সেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মহল কখনো উপলব্ধি করতে পারবে না। কিন্তু বিপরীতে বহির্বিশ্বে কোথায় কোনো বিষয় যদি নিজেদের ভাবাবেগে আঘাত করে তখন রাজপথ যেন ফেটে পড়ে। কখনো মামনুল হক, কখনো এনায়েতুল্লাহ আব্বাসী কিংবা হারুন অর রশীদেরা ভোটের রাজনীতি করার জন্য, নিজের ডানপন্থী অবস্থান শক্তিশালী করার জন্য সংখ্যালঘু ধর্মীয় অনুভূতির প্রতি নির্ভয়ে আক্রমনাত্মক ও হেয়সূচক মন্তব্য করে চলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন এমন ধৃষ্টতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কিংবা দলের শীর্ষ নেতৃত্ব থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সেজন্য, অনিচ্ছা সত্ত্বেও এটা অনস্বীকার্য যে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠদের জন্য আইনের এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়।

কিন্তু বিপরীতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তির সামান্য কিছুকে কেন্দ্র করে মব ভায়োলেন্স এর মাধ্যমে নিরীহ সনাতনীদের ঘর বাড়ি ধ্বংস থেকে শুরু করে, গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানোর চেষ্টা সকল কিছু ঘটে চলেছে অহরহ। আজ যদি এমন মন্তব্য সংখ্যাগরিষ্ঠের ইবাদত এর প্রতি করা হতো, তবে হয়তো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর, প্রশাসন ও দলের শীর্ষ নেতৃত্বের টনক নড়তো। কিন্তু এখন এক অদ্ভুত নিরবতা যেন এদেশে ধর্মীয় অনুভূতি শুধু একটি সম্প্রদায়ের। হতে পারে, কারণ এদেশের ভূমিপুত্রদের যেখানে ভাড়াটিয়া হিসেবে সম্বোধিত করা হয় সেখানে সংবিধান ও আইনের সমপ্রবাহ দেখা অলীক কল্পনা।

এমন ধৃষ্টতাপূর্ণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

সাবেক এমপি হারুনুর রশিদ হারুন এক ভাষণে হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ হিসেবে অভিহিত করার  ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।

রোববার(১৬ নভেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

নেতারা বলেছেন, এই বক্তব্য সারাদেশে সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত করেছে।

এই বক্তব্যকে ধর্ম অবমাননা বলে মনে করেন নেতারা। তারা ক্ষোভের সঙ্গে আরও লক্ষ্য করছেন যে, এই ব্যক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছেন।

বিবৃতিতে অবিলম্বে হারুনুর রশিদ হারুনের মনোনয়ন বাতিল, দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..